ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজধানীতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তসহ বিচার দাবি

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের বিবৃতি

রাজধানীতে গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় তদন্তসহ বিচার দাবি

আদালত প্রাঙ্গণে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:১৫

রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি ভবন থেকে নিচে পড়ে ১৫ বছর বয়সী প্রীতি উড়ান নামের এক গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। পাশাপাশি তদন্তের আলোকে মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামলা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ১৫ বছর বয়সী প্রীতি উড়ান ওই ভবনের ৮ তলার একটি ফ্ল্যাটে এক বছর যাবত কাজ করতেন। সুরতহাল প্রতিবেদনে নিহত প্রীতির শরীরে নতুন ও পুরাতন কিছু দাগের কথা উল্লেখ করা হয়েছে। হৃদয়বিদারক ও মর্মান্তিক এ ঘটনাটি সবার মধ্যে দুঃখ ও চরম ক্ষোভের সঞ্চার করেছে। উল্লেখ্য, ছয় মাস আগেও সাত বছরের এক শিশু গৃহকর্মী একই বাসা থেকে লাফ দিয়েছিল। রক্তাক্ত জখম হলেও সৌভাগ্যক্রমে বেঁচে যায় ফেরদৌসি নামের গৃহকর্মী শিশুটি। এক্ষেত্রে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) মনে করে, এ ধরনের ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সমাজের প্রতিটি স্তরে আইনের শাসন আর জবাবদিহির অভাবে এগুলো ঘটে চলেছে।

এদিকে আদালত সূত্রে জানা গেছে, প্রীতি উড়ানের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বাসার মালিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

আরও পড়ুন

×