ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শেখ এমিলির কাব্যগ্রন্থ ‘স্বপ্নিত সোপানে’ পাওয়া যাচ্ছে বইমেলায়

শেখ এমিলির কাব্যগ্রন্থ ‘স্বপ্নিত সোপানে’ পাওয়া যাচ্ছে বইমেলায়

বইয়ের প্রচ্ছদ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২১:৩৭

জান্নাতুননেছা তমা (শেখ এমিলি)। যার কবিতার ভাষায় তাকে সময়ের কবি হিসেবে ধরিয়ে দেয় পাঠকের কাছে। চারপাশের নিত্য চলমান ঘটনাপ্রবাহ ফুটে উঠেছে যার লেখনীতে। গত ১০ ফেব্রুয়ারি বইমেলার বই উন্মোচন মঞ্চে তার লেখা প্রথম ‘স্বপ্নিত সোপানে’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

এবারের অমর একুশে বইমেলায় নব সাহিত্য প্রকাশনী বইটি প্রকাশ করেছে। মেলার সোহরাওয়ার্দী উদ্যান পাশের ৩৮৪–৩৮৫ নম্বরে স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া অনলাইনের মাধ্যমে রকমারি ডটকম ও বইগাঁও ডটকম থেকেও বইটি সংগ্রহ করা যাবে।

তার লেখায় উঠে এসেছে, পথশিশুদের যাযাবর জীবনসহ রিকশাওয়ালার ২০ টাকার ভাতের আবেগ ফুটে উঠেছে তার কবিতায়। তার দৃষ্টি থেকে বাদ পড়েনি শহুরে জীবন থেকে মেঠোপথের স্বাধীন চেতনা। তাই তো তাকে সময়ের কবি বললে ভুল হবে না, আমাদের বোঝাপড়ায়।

তিনি শেখ এমিলি নামে লিখেছেন তার কাব্যগ্রন্থটি। পাঠক মনের প্রশ্নত্তোর হলো তার বাবার দেওয়া নামটি ছিল এমিলি। আজ নিজেকে প্রকাশ করতে কবি তার গ্রন্থে শৈশবের সেই ছোট্ট নামটিই ব্যবহার করেছেন। কবির সহজ সরল উপস্থাপনে সৃষ্টি কাব্য–পটে বিচরণ করে মুগ্ধতার সঙ্গে পাঠক তৃপ্তি লাভ করবেন বলে।

এমিলির বাড়ি বৃহত্তর যশোর সদরের খাজুরার গহেরপুর গ্রামে। গ্রামের স্কুল কলেজের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সম্পন্ন করে তিনি আইনজীবী হিসেবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আরও কাছ থেকে মানুষকে বুঝতে মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। মানুষ এবং জীবন তার লেখনীর মূল বিষয়বস্তু।

আরও পড়ুন

×