ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল: মুক্তিযুদ্ধমন্ত্রী

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:২৫ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:২৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনায় বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তার নিপুণ পরিকল্পনা এবং দৃঢ় নেতৃত্বে এ দেশ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলছে। রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা ও সাফল্য ঈর্ষণীয়। এই ধারা অব্যাহত থাকলে দ্রুতই আমরা উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবো।

রোববার ঢাকায় বাংলা একাডেমি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের লেখা ‘শেখ হাসিনার দর্শন, ভিশন ও নেতৃত্ব, উন্নয়নের চাবিকাঠি’ বইয়ের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ভিশন যদি না থাকে তাহলে দেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। এ দেশে ১০০ বছর কীভাবে চলবে তার পরিকল্পনাও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। একজন ভিশনারি নেতা বলেই তার পক্ষে এটা করা সম্ভব হয়েছে।  

তিনি বলেন, বিশ্বের অনেক দেশই এখন বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করছে, যা প্রকারান্তরে শেখ হাসিনার দর্শনকে অনুসরণ করা। এর আগে মন্ত্রী সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের লেখা বইয়ের মোড়ক উন্মোচন করেন।

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বইটির লেখক সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন সিদ্দিকী, বেঙ্গলবুকসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান ও মহাব্যবস্থাপক আজাহার ফরহাদ। 

অনুষ্ঠান শেষে মুক্তিযুদ্ধমন্ত্রী বাংলা একাডেমির নজরুল মঞ্চে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেনের লেখা  ‘বঙ্গবন্ধুকে জানি ও প্রজন্মকে মুক্তিযুদ্ধের কথা বলি’ শীর্ষক অন্য একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

আরও পড়ুন

×