ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

তদন্তে তথ্য দেয়নি ল্যাবএইড, পেছাল প্রতিবেদন জমার সময়

তদন্তে তথ্য দেয়নি ল্যাবএইড, পেছাল প্রতিবেদন জমার সময়

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:০১ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৩:০২

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইডে এন্ডোস্কোপি করাতে গিয়ে রাহিব রেজার (৩১) মৃত্যুর ঘটনায় তদন্তের প্রয়োজনে কিছু কাগজপত্র চাইলেও তা এখনও দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এ কারণে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছেয়ে গেছে। তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আবু হোসেন মো. মইনুল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির প্রধান বলেন, ‌‘রাহিব রেজার মৃত্যুর ঘটনা তদন্তে গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি ল্যাবএইড হাসপাতাল পরিদর্শন করে। তদন্ত কমিটি হাসপাতালের কাছে কিছু কাগজপত্র চাইলেও তারা এখনও দিতে পারেনি। এ কারণে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে না। আরও কিছুদিন সময় চাওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। ল্যাবএইড থেকে এই তথ্য পাওয়া গেলে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনি বলেন, রোগীর স্বজনরা এখনও স্বাস্থ্য অধিদপ্তরের কাছে কোনো লিখিত অভিযোগ করেনি।

তবে ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মেহের-এ-খোদা দ্বীপ বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে তথ্য চেয়েছে এমন সংবাদ আমার জানা নেই। সেই সময় আমি হাসপাতালে ছিলাম না। এ বিষয়ে জেনে পরে জানাতে পারব।’

রাহিব রেজার বোন নিভিন রেজা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল আমার ভাইয়ের প্রাথমিক স্বাস্থ্য প্রতিবেদন না দেখেই অ্যানেসথেশিয়া প্রয়োগের সিদ্ধান্ত দেন। শারীরিক জটিলতার মধ্যেই এন্ডোস্কোপি করা হয়। এক পর্যায়ে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে তাঁর মৃত্যু হয়। আমরা তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় ছিলাম। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন পেলে মামলা করব।’

আরও পড়ুন

×