জাবিতে ছাত্র ইউনিয়ন সভাপতি-সম্পাদককে বহিষ্কারের প্রতিবাদে গ্রাফিতি

প্রতিবাদে গ্রাফিতি অঙ্কণ করেন শিক্ষার্থীরা। ছবি: সমকাল
জাবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:১৯
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কলা ও মানবিকী অনুষদের দেয়াল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় ছাত্র ইউনিয়নের জাবি সংসদের (একাংশ) সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলিকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও রাষ্ট্রীয় আইনে তাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে দুইদিনব্যাপী গ্রাফিতি অঙ্কণ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (২৪ ফেব্রুয়ারী) ও আজ রোববার ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা৷
নেতাকর্মীরা বলেন, ‘গ্রাফিতি প্রতিবাদের ভাষা হিসেবে একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক হাতিয়ার৷ গ্রাফিতি প্রতিবাদের ভাষা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে। সেই তাগিদ থেকেই বিভিন্ন সময়ে প্রতিবাদী গ্রাফিতি অঙ্কণ করা হয়৷ চলমান ধর্ষণবিরোধী আন্দোলনের সেই ধারা অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা৷’
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পেছনে, পুরাতন কলাভবন ও ছাত্র-শিক্ষক কেন্দ্রের বাইরের দেয়ালে বিভিন্ন প্রতিবাদী গ্রাফিতি অঙ্কণ করা হয়েছে। গ্রাফিতিতে লেখা ‘অমর্ত্য-ঋদ্ধর বহিষ্কার প্রত্যাহার কর’।
ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সহ-সভাপতি আশফার রহমান নবীন বলেন, ‘বঙ্গবন্ধু একটি ক্ষয়ে যাওয়া গ্রাফিতি মুছে ধর্ষণ ও স্বৈরাচার বিরোধী গ্রাফিতি আঁকায় ছাত্র ইউনিয়নের দু’জন নেতাকে নিয়মবহির্ভূতভাবে বহিষ্কার ও মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা দুইদিনব্যাপী গ্রাফিতি আঁকার মাধ্যমে প্রতিবাদী কর্মসূচি পালন করছি৷’