ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

উত্তরার হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালের কার্যক্রম স্থগিত

উত্তরার হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতালের কার্যক্রম স্থগিত

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৬:২৭

রাজধানীর উত্তরায় অবস্থিত হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো স্পেশালাইজড হাসপাতালের নিবন্ধন না থাকায় এই হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম স্থগিত করল স্বাস্থ্য অধিদপ্তর। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের একটি দল অভিযানে গিয়ে হাসপাতালটি নিবন্ধন না পাওয়ায় এ স্থগিতাদেশ দেন। আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে। কাল (বৃহস্পতিবার) থেকে সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রাখতে হবে। 

অভিযানে জানা গেছে, হাই কেয়ার জেনারেল হাসপাতালে নিবন্ধন দিয়ে এতোদিন হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো স্পেশালাইজড হাসপাতালের কার্যক্রম পরিচালনা করে আসছিলো প্রতিষ্ঠানটি।
 

আরও পড়ুন

×