ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মডেল মৌকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

মাদক মামলা

মডেল মৌকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

আদালত প্রাঙ্গণে মডেল মরিয়ম আক্তার মৌ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:১৪ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ২২:৫১

মাদক ও ব্ল্যাকমেইল সংক্রান্ত মামলায় মডেল মরিয়ম আক্তার মৌকে অব্যাহতির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 

বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি আলী রেজা সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। ওই বেঞ্চের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২১ সালের ১ আগস্ট মৌ আক্তারকে মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ আটক করা হয়। আটকের পর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে মাদক মামলা করা হয়।

ওই সময় পুলিশ জানিয়েছিল, মডেলিংয়ের নামে মৌ উচ্চবিত্ত পরিবারের সন্তানদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। এরপর পার্টি করার নাম করে তাদের বাসায় ডেকে নিয়ে সেখানে মদ-ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক খাইয়ে ‘আপত্তিকর’ ছবি তুলতেন। পরে সেগুলো দেখিয়ে ব্ল্যাকমেইল করে টাকা বা নানা সুবিধা আদায় করতেন। এই মামলায় মডেল মৌকে অব্যাহতি দেন বিচারিক আদালত। এই অব্যাহতির আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আবেদন করলে আজ এ আদেশ দেন হাইকোর্ট। 
 

আরও পড়ুন

×