প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে অর্থমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

ইহসানুল করিম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ১১:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। রোববার রাতে পৃথক বার্তায় শোক জানান তারা।
এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর প্রেস সচিব বীর মুক্তিযোদ্ধা ইহসানুল করিম-এর মৃত্যুতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা ব্যক্তিগতভাবে এবং অর্থ মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অর্থমন্ত্রী ও প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহসানুল করিম মারা যান।
- বিষয় :
- অর্থমন্ত্রী
- আবুল হাসান মাহমুদ আলী