ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শাস্তি কমিয়ে সংশোধন হচ্ছে সড়ক পরিবহন আইন

মন্ত্রিসভায় খসড়া অনুমোদন

শাস্তি কমিয়ে সংশোধন হচ্ছে সড়ক পরিবহন আইন

ছবি: ফাইল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ০৬:২২ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ০৯:১৮

শাস্তি কমিয়ে সংশোধন করা হচ্ছে সড়ক পরিবহন আইন। সড়কে বিভিন্ন ধরনের অপরাধের শাস্তি (জেল-জরিমানা) কমিয়ে ‘সড়ক পরিবহন (সংশোধন) আইন, ২০২৪’-এর খসড়ায় গতকাল বুধবার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন।

সভায় একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আইন সংশোধন করে দেশ ও বিদেশের বিপন্নপ্রায় ভাষা সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন, গবেষণা কার্যক্রম, বিভিন্ন ভাষায় অনুবাদ কার্যক্রম সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে কৃষিভিত্তিক সমবায় ব্যবস্থা গড়ে তোলা এবং দেশের আট বিভাগে পর্যায়ক্রমে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানান। 

সংশোধনীতে কী রয়েছে

ড্রাইভিং লাইসেন্স প্রস্তুত সংক্রান্ত অপরাধ করলে এত দিন ২ বছর জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান ছিল। সেটিকে কমিয়ে ২ বছর জেল ও ৩ লাখ টাকা জনিমানা করা হচ্ছে। লাইসেন্স বাতিলের পরও যানবাহন চালালে বর্তমান আইনে ৩ মাস কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। এখন তা কমিয়ে ৩ মাস জেল ও ১৫ হাজার টাকা জরিমানা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, লাইসেন্স ছাড়া কন্ডাক্টরের দায়িত্ব পালন করলে এক মাস কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানার সাজা বহাল রয়েছে। এ ধারায় এখন কন্ডাক্টরের সঙ্গে ‘সুপারভাইজার’ শব্দটি যোগ হয়েছে। ভাড়ার চার্ট না দেখালে বা বেশি ভাড়া নিলে এতদিন ১ মাস জেল বা ১০ হাজার টাকা জরিমানা করা হতো। দুটো অপরাধ একসঙ্গে করলে এত দিন এই শাস্তি দেওয়া হতো। এখন চার্ট প্রদর্শন না করলে বা বেশি ভাড়া দাবি করলে এই সাজা দেওয়া হবে।

মিটার টেম্পারিং করলে ৬ মাসের জেল, ৫০ হাজার টাকা জরিমানা হতো, যা সংশোধনীতে অর্ধেক করা হচ্ছে, সঙ্গে এক পয়েন্ট কাটা যাবে। বর্তমান আইনে ট্রাফিক সাইন ও সংকেত না মানলে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সংশোধনীতে কমিয়ে তা ২ হাজার টাকা করা হচ্ছে।

অতিরিক্ত ওজন বহন করলে ৩ বছর জেল ও ৩ লাখ টাকা জরিমানা করা হতো। এখন সেটিকে ১ বছর জেল, ১ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। এর সঙ্গে চালকের এক পয়েন্ট কাটা যাবে। পরিবেশদূষণকারী মোটরযান চালালে ৩ মাস জেল ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এটিকে কমিয়ে ১ মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে। যত্রতত্র যাত্রী ওঠানামা করালে বর্তমান আইনে ৫ হাজার টাকা জরিমানা ও চালকের এক পয়েন্ট কাটা হয়। এটি বদলে শুধু এক হাজার টাকা জরিমানার বিধান করা হচ্ছে। কী অবস্থায়, কীভাবে গাড়ি চালাতে হবে– সে নির্দেশনা অমান্য করলে এত দিন ৩ মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান ছিল। সেটি কমিয়ে এখন 
১ মাস জেল ও ১০ হাজার টাকা জরিমানার বিধান করা হচ্ছে।

মাতৃভাষা ইনস্টিটিউট আইন সংশোধন

দেশ ও বিদেশের বিপন্নপ্রায় ভাষা সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন, গবেষণা কার্যক্রম, বিভিন্ন ভাষায় অনুবাদ কার্যক্রম সম্পাদনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন ২০২৪-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘আইনটি ২০১০ সালে প্রণীত। প্রধানমন্ত্রী মাতৃভাষা ইনস্টিটিউটে ভাষা শিক্ষা এবং যেসব ভাষা বিলীন হয়ে যাচ্ছে সেগুলো রক্ষায় গবেষণাধর্মী কাজ করতে বলেছিলেন। বিষয়টি আইনে সন্নিবেশ করা হচ্ছে।’ কাজগুলো করার জন্য একটি ট্রাস্ট গঠিত হবে।

ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন সংশোধন

মন্ত্রিসভায় খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন ২০২৪, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন ২০২৪ এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট (সংশোধন) আইন ২০২৪-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানান, এই ট্রাস্ট তিনটির প্রধান নির্বাহী যিনি হবেন তার পদের নাম পরিবর্তন করা হয়েছে। আগে সচিব লেখা ছিল; এখন নির্বাহী পরিচালক লেখা হবে।

কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ

বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের আটটি বিভাগে কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মো. মাহবুব হোসেন জানান, ‘তিনি (প্রধানমন্ত্রী) আজ একটি আবেদন জানিয়েছেন। বিশেষ করে তিনি ইতোমধ্যে ইফতার পার্টি না করার জন্য একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং বলেছেন, যারা আগ্রহী বা যাদের সাধ্য আছে, তারা যেন সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ায়।’

এ ছাড়া বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে কৃষিভিত্তিক সমবায় গড়ে তোলার জন্য কৃষি মন্ত্রণালয় এবং পল্লী উন্নয়ন বিভাগকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আট বিভাগে পর্যায়ক্রমে তিনি কৃষিপণ্য সংরক্ষণাগার তৈরির নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

×