ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আগাম জামিন চেয়েছেন যুথীসহ ৩ আইনজীবী

আগাম জামিন চেয়েছেন যুথীসহ ৩ আইনজীবী

নাহিদ সুলতানা যুথী - ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪ | ২২:২৬ | আপডেট: ১৪ মার্চ ২০২৪ | ২২:২৬

উচ্চ আদালতে আগাম জামিন আবেদন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে স্বতন্ত্র সাধারণ সম্পাদক প্রার্থী আইনজীবী নাহিদ সুলতানা যুথীসহ ৩ আইনজীবী।

বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ জামিন আবেদন দাখিল করা হয়েছে। আইনজীবী শেখ আওসাফুর রহমান বুলু তাদের পক্ষে আবেদন দাখিল করেন।

রোববার হাইকোর্টের একটি বেঞ্চে তাদের জামিন আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

যুথী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের স্ত্রী। জামিন আবেদনকারী অপর ২ জন হলেন- অ্যাডভোকেট শাকিলা রৌশন ও ব্যারিস্টার চৌধুরী মৌসুমী ফাতেমা (কবিতা)।

প্রসঙ্গত, গত ৮ মার্চ রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে হট্টগোল, হাতাহাতি ও মারামারির ঘটনায় শাহবাগ থানায় ২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান চৌধুরী সাইফ।

মামলায় আইনজীবী যুথীকে এক নম্বর আসামি করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি বিএনপির প্যানেলের সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ৬ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ড শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×