জবি ছাত্রী অবন্তিকার ‘আত্মহত্যা’: আইন বিভাগে দুদিন ক্লাস-পরীক্ষা বন্ধ

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন আয়োজন করা হয়। ছবি : সংগৃহীত
জবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ | ১৭:৪৪
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় দুই দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে আইন বিভাগ।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত শোক র্যালি ও মানববন্ধনে এই ঘোষণা দেন আইন বিভাগের চেয়ারম্যান সরকার আলী আক্কাস।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন ফাইরুজ। গত শুক্রবার রাতে ফেসবুকে পোস্ট দিয়ে কুমিল্লা শহরে নিজেদের বাড়িতে আত্মহত্যা করেন তিনি। এই ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন ফাইরুজের মা।
মামলার আসামি ফাইরুজের সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মান ও সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম। মামলায় আজ আম্মানকে দুই দিনের এবং দ্বীন ইসলামকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
- বিষয় :
- ফাইরুজ সাদাফ অবন্তিকা