ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অবন্তিকার ‘আত্মহত্যা’: কাল কুমিল্লা যাচ্ছে জবির তদন্ত কমিটি 

অবন্তিকার ‘আত্মহত্যা’: কাল কুমিল্লা যাচ্ছে জবির তদন্ত কমিটি 

ছবি: সংগৃহীত

জবি প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪ | ২০:৪৭ | আপডেট: ২৪ মার্চ ২০২৪ | ১১:২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনা সুষ্ঠু তদন্তের জন্য আগামীকাল শুক্রবার কুমিল্লায় যাচ্ছে জবির তদন্ত কমিটি। 

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জাকির হোসেন। তিনি বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা বেশ কয়েকটি মিটিং করেছি। অধিকতর তদন্তের জন্য  অবন্তিকার মা ও ভাইয়ের সঙ্গে কথা বলতে আমরা আগামীকাল শুক্রবার কুমিল্লা যাব।’

অভিযুক্ত সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর সঙ্গে কথা বলবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্তের জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন হবে। তবে আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি না। আমরা আপাতত প্রাথমিক ডাটা সংগ্রহ করছি। প্রাথমিক ডাটা সংগ্রহের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত দুইজনের সঙ্গে কথা বলব।’

শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকার অরণি নামের বাসার একটি কক্ষে দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা করেন। এর আগে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে তার মৃত্যুর জন্য সহপাঠী আম্মান সিদ্দিকীর অনৈতিক প্রস্তাব এবং সহকারী প্রক্টর দ্বীন ইসলামের নানা কটূক্তির বিষয় তুলে ধরেন। 

আরও পড়ুন

×