জবির আরেক শিক্ষক সাময়িক বরখাস্ত
যৌন নিপীড়নের অভিযোগ

ফাইল ছবি
জবি প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৪ | ২২:১৬
যৌন নিপীড়নের অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক মানিক মুনশিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একই অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না– তা জানতে চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ৯৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিন্ডিকেটের একাধিক সদস্য জানান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মানিক মুনশির বিরুদ্ধে অভিযোগের তদন্তে করা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাঁকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ উচ্চতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বরে মানিক মুনশির বিরুদ্ধে নিজ বিভাগের এক শিক্ষার্থীর মানসিক পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা ও শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ ওঠে। পরে ভুক্তভোগী শিক্ষার্থী বিভাগীয় চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দেন। সে সময় তাঁকে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়।
এদিকে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পাওয়ায় সিন্ডিকেট সভায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের প্রভাষক আবু শাহেদ ইমনকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না– সেই জবাব চাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ দেন একই বিভাগের শিক্ষার্থী কাজী ফারজানা মিম। সভায় মিমের পরীক্ষা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তদন্ত কমিটি এখনও প্রতিবেদন জমা না দেওয়ায় এ বিষয়ে সিন্ডিকেট সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। তদন্ত প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক সাদেকা হালিম বলেন, প্রাক্তন উপাচার্যের দীর্ঘদিন অসুস্থতা ও তাঁর মৃত্যুর পর অনেক দিন পদ শূন্য থাকায় জটিলতা বেড়েছিল। পুরোনো সমস্যাগুলোর তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
- বিষয় :
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- যৌন নির্যাতন