কেএনএফ ক্যাম্পে ব্যাংক ম্যানেজার নেজামের ৪৭ ঘণ্টা কীভাবে কেটেছে

উদ্ধারের পর স্ত্রীর সঙ্গে ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিন - ফাইল ছবি
সাহাদাত হোসেন পরশ
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ | ১৭:৩৭ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪ | ১৭:৫৯
সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণের ৪৭ ঘণ্টা পর বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার করে র্যাব। উদ্ধারের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, তাকে অপহরণের পর কেএনএফ গহীন পাহাড়ে তাদের গোপন আস্তানায় নিয়ে গিয়েছিল।
অপহরণের পর নেজাম কীভাবে ৪৭ ঘণ্টা কাটালেন, তা খুঁজতে গিয়ে কেএনএফের চমকপ্রদ অনেক তথ্য বেরিয়ে এসেছে বলে জানা গেছে। তবে এ নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে চাননি।
জানা যায়, ১০-১২ জন সশস্ত্র সদস্য সবসময় ব্যাংক ম্যানেজার নেজামের পাহারায় ছিল। অধিকাংশ সময় নেজামের চোখ ছিল বাঁধা। ছয় দফায় তাঁর অবস্থান বদল করা হয়েছে।
এর আগে অপহরণের পর নেজামকে রাতে পাহাড়ি পথে ২ ঘণ্টা হাঁটিয়ে কেএনএফ আস্তানায় নেওয়া হয়। পথ চলার জন্য তাঁকে একটি বাটন ফোন দেওয়া হয়েছিল বলে জানিয়েছে র্যাব।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বান্দরবানের রুমায় উপজেলা প্রশাসন কমপ্লেক্স ভবনে হামলা চালিয়ে সোনালী ব্যাংক থেকে অস্ত্র ও টাকা লুট করে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় তারা ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়।
দুই দিনের অভিযানের পর র্যাবের মধ্যস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যার পর রুমা বাজারের পাশের এলাকা থেকে নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়।