মেয়র আতিক বললেন
ভাসানটেক বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপন হবে

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৪ | ২২:৫৩
আগুন লাগলে জানমাল রক্ষায় রাজধানীর ভাসানটেক বস্তিতে ফায়ার হাইড্রেন্ট স্থাপনের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। এ ছাড়া এখানে বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
রমজান উপলক্ষে ডিএনসিসির উদ্যোগে এবং চীন দূতাবাসের সহযোগিতায় রোববার ভাসানটেক বস্তির এক হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মেয়র আতিক বলেন, ভাসানটেক বস্তিবাসীর জন্য পরিকল্পিত পুনর্বাসনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। এ নিয়ে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে একাধিকবার আলাপ করা হয়েছে। এখানে বহুতল ভবন নির্মাণ করে বস্তিবাসীদের জন্য আবাসনের পরিকল্পনা রয়েছে। তবে বাসিন্দাদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত বস্তি উচ্ছেদ করা হবে না।
তিনি আরও বলেন, বস্তিগুলোতে প্রায়ই আগুনের ঘটনা ঘটে। এ জন্য মহাখালী সাততলা বস্তিতে ফায়ার হাইড্রেন্ট (উচ্চ ক্ষমতাসম্পন্ন পানি সরবরাহ ব্যবস্থা) স্থাপন করা হয়েছে। ভাসানটেক বস্তিতেও দ্রুত সময়ের মধ্যে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করা হবে।
ঈদের পর থেকেই ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা জনগণকে সচেতন করতে ক্যাম্পেইন শুরু করবেন বলেও জানান ডিএনসিসি মেয়র।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য চীন দূতাবাসের কিছু করার ভাবনা থেকেই এ উদ্যোগ। ডিএনসিসিতে সহযোগিতায় এটি বাস্তবায়ন করতে পেরেছেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির আহমেদ, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর সাহিদা আক্তার শীলা, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান প্রমুখ।
- বিষয় :
- আতিকুল ইসলাম
- রাজধানী