কাজ শেষ হয়নি, পেছাল তৃতীয় টার্মিনাল হস্তান্তর
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৪ | ০৯:০৩ | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ | ০৯:১৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সব কাজ শেষ করে হস্তান্তরের কথা ছিল গত শনিবার। তবে বেশ কিছু কাজ বাকি থাকায় ছয় মাস বাড়তি সময় চেয়েছে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিতসুবিশি।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা গতকাল রোববার জানান, কাজ পুরোপুরি শেষ না হওয়ায় গত শনিবার বেবিচকের কাছে তৃতীয় টার্মিনাল হস্তান্তর করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। আগামী সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে এটি বুঝে পেতে পারে বেবিচক।
এ বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সমকালকে জানান, যৌক্তিক কিছু কারণে তৃতীয় টার্মিনালের ৫ শতাংশ কাজ এখনও শেষ হয়নি। এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হস্তান্তরের জন্য বাড়তি সময় চেয়ে প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের বিষয়ে ঈদের পর ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হবে।
তিনি আরও জানান, আগামী অক্টোবর মাসেই যাত্রীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে স্বপ্নের টার্মিনালটি। এ লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ শেষ করার তাগিদ দেওয়া হয়েছে। এ ছাড়া হস্তান্তর পেছালেও প্রকল্পে বাড়তি কোনো ব্যয় হবে না।