ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আজ চাঁদ না উঠলে বিক্রি হবে ১০ এপ্রিলের ট্রেন টিকিট

আজ চাঁদ না উঠলে বিক্রি হবে ১০ এপ্রিলের ট্রেন টিকিট

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৪ | ১৪:৪৬ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৪ | ১৫:১০

আজ মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার ঈদুল ফিতর। চঁদ দেখা না গেলে পরশু বৃহিস্পতিবার উদযাপিত হবে ঈদ। সে ক্ষেত্রে ১০ এপ্রিল বুধবার ট্রেন চলবে, আগামীকালের টিকিট বিক্রি শুরু হবে আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের পর।

চাঁদ দেখা কমিটি যখন জানাবে, চাঁদ দেখা যায়নি এর কিছুক্ষণেইর মধ্যে অনলাইনে ১০ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী সমকালকে জানিয়েছেন, ১১ এপ্রিল ঈদ হলে ১০ এপ্রিল ট্রেন চলবে। ঈদের দিন আন্তঃনগর ট্রেন চলবে না। ঈদের পর আবার কয়েকটি বাদে সব আন্তঃনগর ট্রেন চলবে।

আগাম ১২ এপ্রিলের ট্রেনের টিকিটও বিক্রি করেনি রেলওয়ে। ঈদযাত্রায় সাত দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত ২৪ মাচ। ৩ থেকে ৯ এপ্রিলের ট্রেনের টিকিট বিক্রি করা হয়। ঈদ ১০ নাকি ১১ এপ্রিল হবে, এ অনিশ্চয়তায় ১০, ১১ এবং ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল বুধবারের টিকিট বিক্রি হবে বলে জানান কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, আজ ঈদের চাঁদ দেখা না গেলে, ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই আগামীকালের টিকিট বিক্রি শুরু হবে। আজ মঙ্গলবার যে কয়টি ট্রেন চলছে, সবগুলো আগামীকাল বুধবারও চলবে।

আরও পড়ুন

×