সদরঘাটে দুর্ঘটনা, দুজন পুলিশ হেফাজতে

সদরঘাটে দুর্ঘটনাকবলিত লঞ্চ। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৪ | ১৭:৩৭ | আপডেট: ১১ এপ্রিল ২০২৪ | ১৭:৪৮
রাজধানীর সদরঘাটে পন্টুনে বাঁধা লঞ্চের রশি ছিঁড়ে দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছ।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিকেলে সমকালকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, এই ঘটনায় জড়িত ব্যক্তির নাম পরিচয় পাওয়া গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে ১১ নম্বর পন্টুনের সামনে বাঁধা দুই লঞ্চের মাঝ দিয়ে আরেকটি লঞ্চ ঢুকানোর সময় একটি লঞ্চের রশি ছিঁড়ে যায়। এতে নারী-শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে বরগুনার মো. রহিমের (৪০) পরিচয় জানা গেছে। অন্যদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে পুলিশ।
- বিষয় :
- সদরঘাট
- নৌ দুর্ঘটনা
- লঞ্চ