বিএনপির তৈরি করা দুঃখ-কষ্ট আজ আর নেই: পাটমন্ত্রী নানক

ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৪ | ১৭:৪১ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ | ১৭:৪১
বিএনপি আমলে তারা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ তৈরি করেছিল, সেই দেশ আজ আর নেই বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আজকে বাংলাদেশ এমন এক জায়গায় গেছে যে, পেছনে তাকানোর সময় নেই।
আজ সোমবার ঈদের পর প্রথম কর্ম দিবসে সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এ মন্তব্য করেন। এসময় মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঈদ মানুষের কষ্টে কেটেছে বলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্য প্রসঙ্গে নানক বলেন, রুহুল কবির রিজভী সাহেবরা যে কথা বলেন, তারা সে বাংলাদেশ দেখতে অভ্যস্ত। আজকে বাংলাদেশ এমন এক জায়গায় গেছে যে, পেছনে তাকানোর সময় নেই। আজকে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, বিশ্ব আজ হাতের নাগালের মধ্যে। কাজেই রিজভী সাহেবরা যে দুঃখ-কষ্টের বাংলাদেশ তৈরি করেছিলেন, সেই দেশ আজকে আর নেই। আজকের দেশ একটি সুন্দর, হাস্যোজ্বল বাংলাদেশ। রুহুল কবির রিজভী সাহেবরা যত স্বপ্নই দেখুক, সে স্বপ্ন পূরণ হবে না। এ দেশ আর পেছনে তাকাবার বাংলাদেশ নেই।
দ্রব্যমূল্যের ঊর্ধগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন, আমরা বাজার ব্যবস্থাপনার সঙ্গে জড়িত ছিলাম। আমরা সবাই মিলে রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে নিয়ে এনেছিলাম। আমরা সুলভমূল্যে কেনাকাটার ব্যবস্থা করেছিলাম। ঢাকার মানুষ যে বাজার পরিস্থিতির মুখোমুখি ছিল, মফস্বলের মানুষ কিন্তু সেই পরিস্থিতিতে ছিল না। ঢাকা শহরের এক পরিস্থিতি, মফস্বলের আরেক। তৃণমূল কৃষক যে দামে বিক্রি করেন, ভোক্তার কাছে এসে তা কয়েকগুণ বেড়ে যায়। এটা আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করেছি।
তাহলে কি সিন্ডিকেট ভাঙতে পারেননি- এমন প্রশ্নে নানক বলেন, সিন্ডিকেট একটা পপুলার শব্দ। এটি একটি বড় ব্যাপার। তবে সিন্ডিকেট কাঁচাবাজারের ব্যাপারে প্রযোজ্য নয়। মধ্যস্বত্বভোগী যারা রয়েছেন তাদের নিয়ন্ত্রণ হওয়া দরকার। সে কাজটা সরকার করবে। এট সরকারের দায়িত্ব।
মন্ত্রী বলেন, দেশের মানুষ দুটি বড় উৎসব পালন করল। ঈদুল ফিতরের পর বাংলা নববর্ষ উদযাপন হয়েছে। দুটি উৎসব মানুষ আনন্দের সঙ্গে পালন করেছে।
- বিষয় :
- জাহাঙ্গীর কবির নানক