ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বশেমুরবিপ্রবিপিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

বশেমুরবিপ্রবিপিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪ | ২১:২৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এ ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে আজ বুধবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা আয়োজন করা হয়। বশেমুরবিপ্রবিপি উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন এতে সভাপতিত্ব করেন।

‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক এ আলোচনা সভায় বক্তারা দীর্ঘ ৯ মাসের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মুজিবনগর সরকারের অবদান ও তাৎপর্য তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজে অনুষ্ঠিত আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামাল হোসেন, অধ্যাপক ড. মো. শওকত জাহাঙ্গীর, অধ্যাপক ড. মো. আবুল হোসেন, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, অধ্যাপক ড. মো. আইনুল হোসেন, অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান, অধ্যাপক ড. মো. ছিদ্দিকুর রহমান এবং বশেমুরবিপ্রবিপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×