ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

শিশু হাসপাতালে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি

আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট (ছবি-সাজ্জাদ নয়ন)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪ | ১৭:৩৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ | ১৭:৪৫

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট ভবনে আগুনের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

শুক্রবার দুপুরের দিকে হাসপাতালের বি ব্লকের পাঁচ তলায় শিশুদের আইসিইউতে আগুন লাগে। আইসিইউতে থাকা শিশুদের সরিয়ে নেওয়া হয়েছে। দুপুর ২টা ৩৯ মিনিটে আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের ৭ ইউনিট। 

আগুনের ঘটনায় হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে বিপাকে পড়েন স্বজনরা

হাসপাতালে চিকিৎসকরা জানান, কার্ডিয়াক আইসিইউতে আগুন লাগার সময় সাতজন শিশু সেখানে চিকিৎসাধীন ছিলেন। সাতজনকে দ্রুত নিরাপদ স্থানে নেওয়া হয়। পরে অন্য হাসপাতালের আইসিইউতে তাদের রাখা হয়েছে। এখন তারা সুস্থ আছে।

ফায়ার সার্ভিস জানায়, এসি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। অক্সিজেনের সরবরাহ থাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি কোনো রোগীর ক্ষতি হয়নি। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন

×