ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জিপিওর ফরেন এক্সচেঞ্জ শাখায় অর্ধকোটি টাকার মাদক জব্দ

জিপিওর ফরেন এক্সচেঞ্জ শাখায় অর্ধকোটি টাকার মাদক জব্দ

প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪ | ১৪:৫০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ | ১২:৩৯

ডাক বিভাগের ফরেন এক্সচেঞ্জ শাখায় অর্ধকোটি টাকার মাদকের চালান জব্দ করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুর আড়াইহটার দিকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রসায়নবিদ দুলাল কৃষ্ণ সাহা জানান, যুক্তরাষ্ট্র থেকে মাদকের চালানটি এসেছিল। এর মধ্যে গাজার চকলেট, কুশসহ আরও কিছু সিনথেটিক মাদক ছিল। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বেনামে মাদকের চালানটি যুক্তরাষ্ট্র থেকে পাঠানো হয়েছিল। যার কাছে এটি পৌঁছাত, তার নাম-ঠিকানা পাওয়া গেছে। ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×