ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাশেদ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

অর্থ আত্মসাতের মামলা

রাশেদ আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

ফাইল ফটো

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪ | ২২:৩৬

অর্থ আত্মসাতের মামলায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বহিষ্কৃত প্রধান নির্বাহী (সিইও) মীর রাশেদ বিন আমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রাজধানীর রামপুরা থানায় করা একটি মামলায় ঢাকা মহানগর হাকিম মো. আলী হায়দার বৃহস্পতিবার এ পরোয়ানা জারি করেন। 

৫ মার্চ রাশেদ বিন আমান আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। পরে তিনি জামিনে মুক্ত হন। ওই জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

১১ জানুয়ারি রামপুরা থানায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক্সিকিউটিভ মোস্তফা গোলাম এমরান বাদী হয়ে মামলাটি করেন। এতে মীর রাশেদ বিন আমানসহ কোম্পানির সাবেক সাত কর্মকর্তার নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের আসামি করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অর্থ আত্মসাৎসহ হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।  
 

আরও পড়ুন

×