সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীরা আগামীর সম্মুখযোদ্ধা: সিআইডিপ্রধান

ছবি- সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪ | ২২:১৩
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, আজকের ছাত্রছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ। তাই সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণ অপরিহার্য। সাইবার বুলিং, সাইবার হ্যারেজমেন্ট, আনইথিক্যাল কনটেন্ট, হ্যাকিং, ফিশিং ইত্যাদি সাইবার অপরাধ প্রতিরোধে তারা আগামীর সম্মুখযোদ্ধা।
রাজধানীর মালিবাগে শনিবার সিআইডির সদরদপ্তরে আয়োজিত ‘স্টুডেন্টস এনগেজমেন্ট টু কমব্যাট সাইবার ক্রাইম’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ২৫৪ শিক্ষার্থী অংশ নেন।
সিআইডিপ্রধান মনে করেন, ডিজিটাল সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে তরুণ প্রজন্ম সক্রিয় হয়ে উঠবে।
সেমিনারে সফটওয়্যার আপডেট রাখাসহ অ্যান্টি-ভাইরাস ব্যবহারের কথা বলা হয়। তা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ সব জায়গায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, নিজের প্রয়োজনীয় তথ্য শেয়ার না করা, স্ক্যাম মেইলের অ্যাটাচমেন্ট না খোলা এবং থার্ড পার্টি অ্যাপস সতর্কতার সঙ্গে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। সাইবার অপরাধ-সংক্রান্ত সহযোগিতার জন্য সিআইডির সঙ্গে যোগাযোগ করতেও বলা হয়।
অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) তানভির হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও অধ্যাপক ড. খান সরফরাজ আলীর সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক ছিলেন অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ তৌহিদুল ইসলাম। তিনি সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। সেমিনারে শিক্ষার্থীরা সনদ গ্রহণ ও সিআইডির ফরেনসিক ল্যাব পরিদর্শন করেন।
- বিষয় :
- সিআইডি
- সাইবার অপরাধ তদন্ত বিভাগ