ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে নতুন যে সিদ্ধান্ত হলো

প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার বিষয়ে নতুন যে সিদ্ধান্ত হলো

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪ | ২২:২৪ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪ | ২২:৩২

আজ রোববার থেকে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। তবে চলমান তাপদাহের কারণে ঢাকাসহ দেশের ৫ জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত হয়নি। বরং সব ক্লাস মর্নিং শিফটে নেওয়ার সিদ্ধান্ত হওয়ায় প্রাথমিক বিদ্যালয় খোলাই থাকবে।

আজ রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার রাতে দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সকল মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল (২৯ এপ্রিল) বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন

×