ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অবশেষে পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা 

অবশেষে পরীক্ষায় বসতে রাজি বুয়েট শিক্ষার্থীরা 

ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪ | ২৩:৫৩

ছাত্ররাজনীতি নিয়ে পরীক্ষা বর্জন করে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা অবশেষে পরীক্ষায় বসতে রাজি হয়েছেন। ১১ মে থেকে স্থগিত হওয়া টার্ম ফাইনাল পরীক্ষা আবার শুরু হবে। এর মধ্য দিয়ে বুয়েটে এক মাসের অচলাবস্থা কাটছে।

ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার আশ্বাস দেওয়ায় পরীক্ষায় বসতে রাজি হয়েছেন শিক্ষার্থীরা। বুয়েট প্রশাসন, বিভাগীয় প্রধান ও শ্রেণি প্রতিনিধিরা আলোচনা শেষে মঙ্গলবার এ সিদ্ধান্তে উপনীত হন।

বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনসহ নেতারা গত মাসে মধ্যরাতে ক্যাম্পাসে জড়ো হওয়াকে কেন্দ্র করে আন্দোলনে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এর মধ্যে সাদ্দাম ক্যাম্পাসে প্রবেশে জড়িত থাকায় ইমতিয়াজ হোসেন রাব্বিকে বহিষ্কার করে প্রশাসন। তবে আদালত বুয়েটের ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্থগিত করে একই সঙ্গে রাব্বির সিট ফিরিয়ে দেন। তবে শিক্ষার্থীরা ছাত্ররাজনীতি বন্ধ থাকার দাবিতে অনড় হয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেন।

বুয়েটের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী, গত ২৪ মার্চ থেকে সব ব্যাচের টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হয়। এর মধ্যে ৩ এপ্রিল পর্যন্ত পরীক্ষা হওয়ার পর ঈদের ছুটি হয়। ছুটি শেষে ১৭ এপ্রিল থেকে আবার পরীক্ষা শুরু হয়ে ৮ মে পর্যন্ত চলার কথা। তবে ৩০ মার্চ থেকে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন এবং তা চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে ২০ এপ্রিল বুয়েটের একাডেমিক কাউন্সিলের সভায় টার্ম ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, টার্ম ফাইনাল পরীক্ষা সবার একসঙ্গে হয়। এ সময় কোনো ক্লাস থাকে না। তাদের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষা আবার শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ মে থেকে শুরু হবে বলে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে। ঈদুল আজহার আগে আগে সব পরীক্ষা শেষ হবে। পরীক্ষা শেষে একটি টার্ম ফাইনাল ব্রেক থাকে, ব্রেক শেষে আবার ক্লাস শুরু হবে।

শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্ররাজনীতি না থাকার বিষয়ে সব শিক্ষার্থী একমত, তা শিক্ষকদের আমরা বলেছি। হাইকোর্টের রায়ের আপিলের বিষয়েও কথা বলেছি। আমরা সবকিছু ইতিবাচক হিসেবে দেখছি। শিক্ষকরা আমাদের দাবির সঙ্গে একমত। ফলে আমরা পরীক্ষায় বসছি।’

বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান বলেন, আমরা শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে ফিরে যাচ্ছি। পরীক্ষার বিস্তারিত বিষয় পরে প্রকাশ করা হবে।

আলোচনায় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ফোরকান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইমামুল হাসান ভূঁইয়া, বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আল আমিন সিদ্দিক প্রমুখ।
 

আরও পড়ুন

×