সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী মারা গেছেন

সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মে ২০২৪ | ১৫:২২ | আপডেট: ০২ মে ২০২৪ | ১৭:১৮
সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যৈষ্ঠ আইনজীবী এজে মোহাম্মদ আলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার সিঙ্গাপুরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা গাজী কামরুল ইসলাম সজল বিষয়টি সমকালকে জানিয়েছেন। তিনি বলেন, আমি শুনেছি, দুপুর ২টার দিকে তিনি মারা গেছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।