ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা-গতিশীলতা আনতে মেয়র আতিকের কাছে ইউল্যাবের চিঠি

বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা-গতিশীলতা আনতে মেয়র আতিকের কাছে ইউল্যাবের চিঠি

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪ | ১৬:০৪

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ইমরান রহমানসহ একদল শিক্ষার্থী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন।

চিঠিতে মোহাম্মদপুর বেড়িবাঁধ রোড থেকে ইউল্যাব ক্যাম্পাসে চলাচলের পথ নির্মাণের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে ইউল্যাব ক্যাম্পাস, ফ্যাকাল্টি, স্টাফ ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক বাতি স্থাপনের আবেদন করা হয়েছে।

ক্যাম্পাসে যাওয়ার রাস্তাটি অন্য একটি সংস্থার সঙ্গে ভাগ করা, যা বিশ্ববিদ্যালয়ের ৬০০০ শিক্ষার্থীর জন্য অপ্রতুল হয়ে পড়েছে। একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের পরিকল্পনা করেছে ইউল্যাব। তাই, আগামী মাসগুলোতে শিক্ষার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এ অবস্থায় বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা-গতিশীলতা আনতে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের কাছে আবেদন করা হয়েছে।

অনুষ্ঠানে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম ও মেয়রের এপিএস ফরিদ উদ্দিন। অন্যদিকে ইউল্যাবের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) তৌফিক আজিজ, সিনিয়র ম্যানেজার, এক্সটারনাল অ্যাফেয়ার্স ও প্রশাসনিক দলের অন্য সদস্যরা। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×