দুই হাজার টাকা পাচারের মামলায় ফরিদপুরের ১১ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মে ২০২৪ | ২১:৪৭ | আপডেট: ০৫ মে ২০২৪ | ২১:৫৯
দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় ফরিদপুরের ১১ আসামিকে আগামী দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অপর এক আসামি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফকির বেলায়েত হোসেনকে অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।
এ সংক্রান্ত জামিন আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এ আদেশ দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি রোববার সমকালকে নিশ্চিত করেছেন।
অপর আসামিরা হলেন- শেখ মাহতাব আলী মেথু, মোকাররক মিয়া বাবু, সত্যজিৎ মুখার্জী, খলিফা কামাল, খন্দকার শাহীন আহমেদ ওরফে পান শাহিন, বেলায়েত হোসেন মোল্লা, সাহেব সারোয়ার, হাফিজুল হোসেন ওরফে তপন রিয়াজ আহমেদ, আফজাল হোসেন খান ওরফে শিপলু প্রমুখ।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী নুরুল ইসলাম সুজন, জ্যেষ্ঠ আইনজীবী শ. ম. রেজাউল করিম ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
- বিষয় :
- আত্মসমর্পণের নির্দেশ
- আসামি
- টাকা পাচার