ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারিক কার্যক্রমে সহযোগিতা করবে সিআইডি

ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচারিক কার্যক্রমে সহযোগিতা করবে সিআইডি

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৪ | ২০:০২

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পুলিশ ও বিচার বিভাগের সমন্বয়ের বিকল্প নেই। ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিচারিক কার্যক্রমে সিআইডির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। 

মঙ্গলবার তিনি সিআইডি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সহকারী জজ বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের একটি দল ৪৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ফরেনসিক তদন্ত বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য মঙ্গলবার সিআইডিতে যান। এই উপলক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিচারিক দক্ষতা বাড়াতে কোর্স পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে ৭০ জন সহকারী জজ বা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্মশালায় অংশ নেন। এ সময় স্বাগত ব্যক্তব্য রাখেন ডিআইজি (এইচআরএম ও ঢাকা মেট্রো) মাইনুল হাসান।

প্রশিক্ষণার্থীদের সিআইডির ফরেনসিক সার্ভিস, সাইবার ক্রাইম, ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং প্রসিকিউশন ও লিগ্যাল অ্যাফেয়ার্স সম্পর্কে বিশদভাবে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণার্থীরা বিজ্ঞানভিত্তিক তদন্ত সম্পর্কে নিজেদের সমৃদ্ধ করেন এবং সিআইডির ফরেনসিক ল্যাবগুলো পরিদর্শন করেন। প্রশিক্ষণ কর্মশালার শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্য দেন সিআইডির অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) তানভীর হায়দার চৌধুরী।

কর্মশালায় ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপারসহ সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×