জোটার মৃত্যুতে স্তব্ধ রোনালদো, শোক জানালেন জামাল ভূঁইয়াও

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫ | ১৮:৩১ | আপডেট: ০৩ জুলাই ২০২৫ | ১৮:৪৩
মাত্র কিছুদিন আগেই জাতীয় দলের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। নেশন্স লিগ জয়ের উল্লাসে মাতিয়েছেন গোটা দেশ। অথচ আজ সেই সতীর্থ ডিয়োগো জোটা আর নেই। এই খবর কিছুতেই মেনে নিতে পারছেন না পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।
বৃহস্পতিবার স্পেনের জামোরা প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল এবং পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড ডিয়োগো জোটা। দুর্ঘটনায় তার ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন, যিনি পর্তুগালের ক্লাব পেনাফিয়েলের হয়ে খেলতেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র বরাতে জানা গেছে, জামোরা প্রদেশের সানাব্রিয়া অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়।
মাত্র দুই সপ্তাহ আগে দীর্ঘদিনের প্রেমিকা ও তিন সন্তানের জননী রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন জোটা। পরিবারের সঙ্গে নতুন জীবনের শুরু উদ্যাপন করতে গিয়েই ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা। বিয়ের ছবি পোস্ট করেছিলেন জোটা ২৮ জুন, আর স্ত্রী রুতে একটি ভিডিও প্রকাশ করেছিলেন বুধবার। এর পরপরই এলো জোতার মৃত্যুসংবাদ।
জোটার মৃত্যুতে শোকাহত রোনালদো সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘এর কোনো মানে হয় না। এতদিন একসঙ্গে ছিলাম জাতীয় দলে, এই তো মাত্র তোমার বিয়ে হলো। তোমার স্ত্রী, সন্তান ও পরিবারের প্রতি গভীর সমবেদনা। আমি জানি তুমি সবসময় তাদের সঙ্গে থাকবে। শান্তিতে ঘুমাও, ডিয়োগো এবং আন্দ্রে, আমরা সবাই তোমাদের খুব মিস করবো।’
পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোও জোটার মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন। তিনি প্রতিক্রিয়ায় বলেছেন, ‘পর্তুগালের গৌরব বাড়ানো একজন ক্রীড়াবিদ ডিয়োগো জোটা এবং তার ভাইয়ের মৃত্যু অপ্রত্যাশিত ও হৃদয়বিদারক। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আজ ফুটবল এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের জন্য শোকের দিন।’
এফসি পোর্তোতে এক মৌসুম ধারে খেলেছিলেন জোটা। এছাড়া তাদের একাডেমি থেকেই উঠে এসেছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। সেই পোর্তো তাদের মৃত্যুতে শোকাহত। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এফসি পোর্তো শোকে স্তব্ধ। ডিয়োগো জোটা এবং আমাদের যুব দলে খেলা তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। শান্তিতে বিশ্রাম নাও।’
শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘শান্তিতে থেকো দিয়োগো জোতা (১৯৯৬-২০২৫)। কদিন আগেই সে লিভারপুলের হয়ে প্রিমিয়ার লিগ জিতেছে, আবার পর্তুগালের হয়ে জিতেছে নেশন্স লিগ। ভাইসহ সড়ক দুর্ঘটনায় মারা গেছে সে। খুব দুঃখজনক ঘটনা।’
রোনালদো ও জামালের মতোই স্তব্ধ বিশ্ব ফুটবল। ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা এক প্রতিভাবান ফুটবলারের এমন প্রস্থান বিশ্ব ক্রীড়াঙ্গনেই শোকের ছায়া নামিয়েছে।
- বিষয় :
- পর্তুগাল
- ক্রিশ্চিয়ানো রোনালদো
- জামাল ভূঁইয়া