অবন্তিকার আত্মহত্যা
জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্ত

ফাইল ছবি
কুমিল্লা প্রতিনিধি ও জবি প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৪ | ২০:২৭ | আপডেট: ০৮ মে ২০২৪ | ২১:৫৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা কারাগার থেকে বের হন তিনি। জ্যেষ্ঠ জেল সুপার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৫ মার্চ কুমিল্লা নগরীতে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অবন্তিকা। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন।
এর পরদিন অবন্তিকার মা কোতোয়ালি মডেল থানায় দু’জনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করেন। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
জ্যেষ্ঠ জেল সুপার আবদু্ল্লাহ আল মামুন জানান, আজ হাইকোর্ট থেকে দ্বীন ইসলামের জামিন দেওয়া হয়। বিকেলে কুমিল্লার আদালতের মাধ্যমে বিধি অনুসারে কারাগারে কাগজপত্র আসে। পরে কাগজপত্র যাচাই-বাছাই শেষে সন্ধ্যা ৬টার দিকে তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
দ্বীন ইসলামের জামিনে মুক্তির প্রতিক্রিয়ায় অবন্তিকার মা তাহমিনা শবনম বলেন, এখনও বিশ্ববিদ্যালয়ের তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। কবে প্রতিবেদন দেওয়া হবে তাও জানি না। মামলার অভিযোগপত্রও দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, তদন্ত চলাকালে আসামির জামিনে মুক্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার বিষয়টি ঝুঁকিতে পড়ে গেল। আসামি বাইরে থাকলে মামলার তদন্ত কাজ ব্যাহত হবে।
- বিষয় :
- জবি
- জবি ছাত্রীর আত্মহত্যা
- জামিন