ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনা জাতীয় সমস্যা: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৪ | ২২:১২

সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, দেশে ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২৪ জন; যা অনেক বড় সংখ্যা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে অদক্ষ ও অসচেতন চালকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাদ দেওয়া হচ্ছে ফিটনেসবিহীন গাড়ি। তবে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ১০ম মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

সংশোধিত সড়ক পরিবহন আইন পাসের অপেক্ষায় রয়েছে জানিয়ে সড়ক দুর্ঘটনা রোধে টাস্কফোর্সের সভাপতি আসাদুজ্জামান খান আরও বলেন, গত ১৫ দিনে যেসব সড়ক দুর্ঘটনা ঘটেছে, তার বেশির ভাগই ঘটেছে ফিটনেসবিহীন যানবাহনের কারণে। সংশোধনীতে আইনের আওতা বাড়ানো হয়েছে।

তিনি বলেন, এখন পর্যন্ত যা দেখছি, দুর্ঘটনার মূল কারণ অসচেতনতা। গাড়ি চালানো অবস্থায় চালকের মোবাইল ফোন ব্যবহার, অপরিকল্পিত ভঙ্গুর সড়ক, ওভারটেকিং, অতিরিক্ত গতি, ট্রাফিক আইন অমান্য করা, ট্রাফিক পুলিশের গাফিলতি দেখি।

অপ্রাপ্তবয়স্কদের মোটরসাইকেল না দেওয়ার আহ্বান জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, প্রতি ইঞ্চি জায়গা পুলিশ পাহারা দেবে না। যখন পুলিশ থাকে না, তখন মহাসড়কে যেখানে-সেখানে রিকশা, তিন চাকার যানবাহন উঠে পড়ে।

নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, আমেরিকান ওয়েলনেসের পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।

আরও পড়ুন

×