নাটকের মাধ্যমে বাঙালি মূল্যবোধ ছড়িয়ে দিতে চেয়েছিলেন অশোক রায়: মতিয়া চৌধুরী

অশোক রায় নন্দীর প্রয়াণে শোকসভায় মোমবাতি প্রজ্জ্বলন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ মে ২০২৪ | ১৫:০৯ | আপডেট: ১৩ মে ২০২৪ | ১৫:১৯
জাতীয় সংসদের উপনেতা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, অশোক রায় নন্দী ছিলেন একজন আলোকিত মানুষ ছিলেন। নাটকের মাধ্যমে তিনি বাঙালি মূল্যবোধকে উপলব্ধি এবং তা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছেন। রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে নাট্যজন অশোক রায় নন্দীর প্রয়াণে শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাট্যবন্ধুর প্রয়াণে আলোচনা, স্মৃতিচারণ এবং জীবন ও কর্মের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে তাঁকে স্মরণ করেন নাট্যাঙ্গনের সহযোদ্ধারা। গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে শোকসভায় স্মৃতিচারণ করেন সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত অশোক রায় নন্দীর ছোট ভাই সুজিত রায় নন্দী, নাট্যাভিনেতা ও নির্দেশক আতাউর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ প্রমুখ।
মতিয়া চৌধুরী বলেন, অশোক রায় নন্দী নাটকে নিবেদিত একজন খাঁটি মানুষ ছিলেন। দেশপ্রেমে ও মানবপ্রেমেও তিনি একজন খাঁটি মানুষ ছিলেন। নাটক আর প্রকাশনার সঙ্গে জড়িত থেকে অনেক সৃজনশীল কাজ করে গেলেও তিনি আজীবন নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তিনি ছিলেন প্রচারবিমুখ একজন মানুষ। সরলতা ও সৃজনশীলতার কারণে নাটকের মানুষদের মাঝে তিনি আজীবন বেঁচে থাকবেন।
বক্তারা বলেন, তিনি ছিলেন মৃদুভাষী,সহজ, সরল, প্রাঞ্জল। সাংস্কৃতিক অঙ্গনে পেছন থেকে কাজ করা লোক।
নাটকে নিবেদিত মানুষ ছিলেন অশোক রায় নন্দী। নাটকের পাশাপাশি দেশের প্রকাশনা শিল্পেও তিনি ছিলেন সর্বজন সমাদৃত ব্যক্তি।
- বিষয় :
- মতিয়া চৌধুরী
- নাটক
- শোকসভা