সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিমের স্বীকৃতি হার্ট ফাউন্ডেশনকে

ক্লিনিক্যাল রিসার্চ টিম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ মে ২০২৪ | ২৩:০৮
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম সেরার স্বীকৃতি পেয়েছে। ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার তাদের এ স্বীকৃতি দিয়েছে।
বৃহস্পতিবার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বীকৃতির বিষয়কে ‘দেশের ইতিহাসে অন্যতম মাইলফলক’ বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, ১৫ মে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্স ইউরো পিসিআরে এ স্বীকৃতি এসেছে। ক্লিনিক্যাল রিসার্চ টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে সম্মাননা তুলে দেয় প্রতিষ্ঠানটি।