মুক্তিযুদ্ধমন্ত্রী
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসের অনন্য মাইলফলক

মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর মিলনায়তনে বক্তব্যকালে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ মে ২০২৪ | ২২:৪৬
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসের অনন্য মাইলফলক। তার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশে মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় হয়েছে। নানান প্রতিকূলতা সত্ত্বেও শেখ হাসিনার দূরদৃষ্টি, বলিষ্ঠ নেতৃত্ব ও জনকল্যাণমুখী কার্যক্রমে দেশ এগিয়ে যাচ্ছে।
রোববার ঢাকায় মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ‘বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা: মুক্তিযুদ্ধের চেতনায় সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে করনীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এই অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের ফলেই মূলত বাঙালি জনগণের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সেদিন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল এবং স্বাধীনতাবিরোধী অপশক্তির কুশাসনে অতিষ্ঠ বাঙালি জাতি আজ বিশ্বে আত্মমর্যাদা সম্পন্ন এক জাতিতে পরিণত হয়েছে।
বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত স্বাধীনতা বিরোধীদের অপতৎপরতা ও ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীনতার মূল্যবোধে এগিয়ে নেয়ার জন্য এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে উন্নয়ন প্রকল্পে মেধাশ্রম দেয়ার জন্য তিনি ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ অতিথি সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, শেখ হাসিনা যখন স্বদেশে প্রত্যাবর্তন করেন তখন তিনি ছিলেন রিক্ত নিঃস্ব। তার পাশে ছিল শুধু এ দেশের জনগণ। সেই জনগণকে সঙ্গে নিয়ে তিনি মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠার লড়াই সংগ্রামে দীর্ঘ পথ পাড়ি দেন। এখন তিনি বাংলার উন্নয়ন ও অগ্রযাত্রার পাশাপাশি সারা বিশ্বে রাষ্ট্রনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এটি সমস্ত বাঙালির জন্য গৌরবের।
আইডিইবির সভাপতি একেএমএ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বক্তৃতা করেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু গবেষক মেজর (অব) মোহাম্মদ আফিজুর রহমান।