ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

শরীয়তপুরের মজিদ-জরিনা স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব: অঞ্চল ঢাকা-১

শরীয়তপুরের মজিদ-জরিনা  স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন

বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের ঢাকা-১ আঞ্চলিক প্রতিযোগিতায় শুক্রবার অতিথিদের সঙ্গে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪ | ২৩:৫৬

বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসবের ঢাকা-১ আঞ্চলিক উৎসবে চ্যাম্পিয়ন হয়েছে শরীয়তপুরের মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। রাজধানীর পান্থপথে ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজয় মিলনায়তনে গতকাল শুক্রবার বিতর্ক উৎসবের আঞ্চলিক আসর বসে। এতে ঢাকা বিভাগের আট জেলার আট শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে দিনভর যুক্তির লড়াই হয়। এতে সেরা বক্তা নির্বাচিত হয়েছে মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের মাহবুবা রহমান নন্দিনী।

ফরিদপুর, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, মাদারীপুর ও মানিকগঞ্জের মধ্যে চূড়ান্ত পর্বে শরীয়তপুরের নড়িয়ার মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের দল এবং মানিকগঞ্জের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ‘পরিবেশ দূষণ রোধে শুধু নীতিমালা নয়, সামাজিক সচেতনতা জরুরি’ বিষয়ে বিতর্ক হয়। এতে মজিদ-জরিনা স্কুল অ্যান্ড কলেজ জয়ী হয়। আটটির মধ্যে দুটি করে দলের প্রথম পর্বের প্রতিযোগিতার পর সেমিফাইনাল-১ রাউন্ডে ‘কুসংস্কার দূরীকরণে বিজ্ঞানের চেয়ে সামাজিক আন্দোলন জরুরি’ বিষয়ে মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ ও মুন্সীগঞ্জের এভিজেএম বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেমিফাইনাল-২ রাউন্ডে ‘প্রযুক্তি নির্ভরতা আমাদের মানবিক মূল্যবোধ হ্রাস করছে’ বিষয়ে মানিকগঞ্জের সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নরসিংদীর ব্রাহ্মদী কে কে এম সরকারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হয়। প্রথম পর্বের বিতর্ক শুরুর আগে স্বাগত বক্তব্য দেন কৃতী বিতার্কিক মাজেদ আজাদ।

মজিদ-জরিনা স্কুল অ্যান্ড কলেজের হয়ে সামিয়া আক্তার নাবিলা (দলনেতা), সুপর্ণা মণ্ডল ঐশী (প্রথম বক্তা) ও মাহবুবা রহমান নন্দিনী (দ্বিতীয় বক্তা) এবং সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে রিফা জাহিন (দলনেতা), জান্নাতুল ইসলাম (প্রথম বক্তা) ও আশরুফা জান্নাত রাহা (দ্বিতীয় বক্তা) বিতর্কে অংশ নেয়।

বিতর্ক আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক আবু সাঈদ খান বলেন, সৈয়দ মুজতবা আলী বলেছিলেন, দু’জন বাঙালি এক জায়গায় হলে ঝগড়া করেন। কথাটা কিন্তু পুরোপুরি সত্য নয়। দু’জন কবিয়াল, দু’জন বাউল, দু’জন পালাকার এক হলে কিন্তু ঝগড়া করেন না। তেমনই আছে খুদে বিতার্কিক ছেলেমেয়েরা। তারা এক হলে ঝগড়া করে না, যুক্তির চর্চা করে। এ ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। 

আবু সাঈদ খান বলেন, এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান প্রতিযোগিতা, সংগীত প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতার মধ্যে যারা আছে, তারা বখে যাবে না, পথ হারাবে না, এগিয়ে যাবে। আমাদের সমাজে যুক্তিবাদী মানুষ দরকার। সমাপনীতে আরও বক্তব্য দেন বিএফএফের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী এবং র‍্যাংগস প্রপার্টিজ লিমিটেডের এজিএম ও সাবেক বিতার্কিক রাশেদুল ইসলাম পল্লব।

আজ ঢাকা-২ অঞ্চল থেকে আসা ১৮টি দলের মধ্যে লড়াই হবে। এদের থেকে আটটি দল চূড়ান্ত পর্যায়ে জাতীয় বিতর্ক উৎসবে অংশ নেওয়ার 
সুযোগ পাবে। 

আরও পড়ুন

×