তিতাস কর্মীর জালিয়াতি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার নাম ভাঙিয়ে বদলির তদবির

ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১১:১২ | আপডেট: ৩০ মে ২০২৪ | ২০:৫৪
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার পরিচয় ব্যবহার করে নিজের বদলির তদবির করেছেন তিতাসের এক কর্মী। তাজুল ইসলাম নামের ওই ব্যক্তি তিতাসের পিসি অপারেটর হিসেবে কাজ করছেন। এই জালিয়াতি ধরা পড়ায় তাজুলকে শাস্তিমূলক বদলি ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
জানা যায়, তাজুল ইসলাম তিতাসের ফতুল্লা শাখায় দীর্ঘদিন ধরে চাকরি করছেন। সিবিএ নেতা হিসেবে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় কয়েক মাস আগে তাকে শাস্তিমূলক ময়মনসিংহ জোনে বদলি করা হয়। এরপরই তাজুল প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তার ছবি দেখিয়ে ও পরিচয় দিয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাকে নিজেই ফোন করে আগের কর্মস্থলে বদলির কথা বলেন। পরে তিতাস কর্তৃপক্ষ তাকে আবার আগের কর্মস্থলে ফিরিয়ে আনে। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওই কর্মকর্তার সঙ্গে তিতাস এমডির সাক্ষাৎ হলে তিনি জানতে পারেন, ওই কর্মকর্তা এ ধরনের ফোন করেননি। তাজুলের জালিয়াতি ধরা পড়ায় তাঁকে আবার নেত্রকোনায় বদলি করা হয়।
এ ছাড়া গত মঙ্গলবার তিতাসের মহাব্যবস্থাপক হাছান আহম্মদ স্বাক্ষরিত এক পত্রে তাজুলকে কারণ দর্শাতে বলা হয়। চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার ছবি দেখিয়ে নিজেই তিতাসের ঊর্ধ্বতন কর্মকর্তাকে ব্ল্যাকমেইল করেছেন তাজুল ইসলাম। নোটিশে তাকে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
জানতে চাইলে তিতাস এমডি হারুনুর রশীদ বলেন, তার (তাজুল) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। তদন্ত সাপেক্ষে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে তিতাস এমডির বিরুদ্ধে আপত্তিকর বক্তব্যের কারণে গত জুলাইয়ে তাজুলকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল। ওই ঘটনায় তাকে ভর্ৎসনা করা হয়। ক্ষমা প্রার্থনা করায় তাকে কঠোর শাস্তি দেওয়া হয়নি বলে গত ২৫ মার্চের এক অফিস চিঠিতে জানানো হয়।