ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

একশনএইড বাংলাদেশের ফেলোশিপ পেলেন ৬ সাংবাদিক

একশনএইড বাংলাদেশের ফেলোশিপ পেলেন ৬ সাংবাদিক

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৪ | ২০:৫৪ | আপডেট: ০৩ জুন ২০২৪ | ২১:০৮

সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন মিডিয়ার ছয় তরুণ, প্রতিশ্রুতিশীল ও পেশাদার সংবাদকর্মীদেরকে একশনএইড বাংলাদেশ মিডিয়া ফেলোশিপ দিয়েছে। একশনএইড বাংলাদেশের গুলশানের প্রধান কার্যালয়ে সোমবার বিকেলে ফেলোশিপ প্রদান করা হয়। অনুষ্ঠানে ফেলোশিপ হস্তান্তর করেন একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর।

একশনএইড বাংলাদেশের জাস্ট এনার্জি ট্রানজিশনের (জেইটি) আওতায় এই মিডিয়া ফেলোশিপটি গবেষণাধর্মী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, শক্তি এবং জ্বালানি বিষয়ক জনসচেতনতা তৈরি এবং নীতিনির্ধারণে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ফারাহ কবীর।

সোসাইটি ফর মিডিয়া অ্যান্ড সুইটেবল হিউম্যান-কম্যুনিকেশন টেকনিকের (সমষ্টি) নির্বাহী পরিচালক ও চ্যানেল আইয়েরর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর মাসরুর জামান এবং এনার্জি বাংলার সম্পাদক রফিকুল বাশার ফেলোশিপপ্রাপ্তদের মেন্টর হিসাবে দায়িত্ব পালন করবেন। ফেলোশিপপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- সমকালের জাহিদুর রহমান, বাংলাভিশনের কেফায়েত শাকিল, বিজনেস স্ট্যান্ডার্ড জয়নাল আবেদিন শিশির, ডেইলি স্টারের আব্দুল্লা আব্বাস, আমাদের সময়ের আফরিন আপ্পি ও বাংলাদেশ প্রতিদিনের জিন্নাতুন নূর।

একশনএইড বাংলাদেশের ম্যানেজার-জাস্ট এনার্জি ট্রানজিশন আবুল কালাম আজাদ জানান, তরুণ সংবাদকর্মীদের শক্তিশালী করার উদ্দেশ্যে মিডিয়া ফেলোশিপ প্রদান করা একশনএইড বাংলাদেশের নিয়মিত কার্যক্রমের অংশ। মিডিয়া ফেলোশিপ দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে বলে আশা তার।।

আরও পড়ুন

×