ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রী কারাগারে 

পি কে হালদারের সহযোগী বাসুদেব ও তার স্ত্রী কারাগারে 

ফাইল ছবি

আদালত প্রতিবেদক 

প্রকাশ: ০৪ জুন ২০২৪ | ২১:২৫

জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৫ মামলায় পলাতক প্রশান্ত কুমার (পি কে) হালদারের সহযোগী বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পাপিয়া ব্যানার্জিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আস্‌সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করলে মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের বিশেষ পিপি মোশারফ হোসেন কাজল। 

২০২১ সালে অর্থ আত্মসাতের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসের পরিচালক বাসুদেব ব্যানার্জি ও তার স্ত্রী পরিচালক পাপিয়া ব্যানার্জির বিরুদ্ধে এসব মামলা করে দুদক। মামলার অন্যতম আসামি পি কে হালদার। 

মামলাগুলোয় প্রায় ৭৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। অনিয়মের মাধ্যমে সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে পি কে হালদারের বিরুদ্ধে। বর্তমানে পি কে হালদার গ্রেপ্তার হয়ে ভারতের কারাগারে রয়েছেন। 

আরও পড়ুন

×