ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ওষুধের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

ওষুধের দাম নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০২৪ | ১৮:৫৪

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, ওষুধের দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারের বেঁধে দেওয়া দামে ওষুধ বিক্রি না করলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।

রোববার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধের দাম নিয়ন্ত্রণে কাজ চলছে। যদি কেউ ওষুধের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি রাখে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া দাম নিয়ন্ত্রণে ওষুধ প্রশাসন অধিদপ্তর কী করছে, সেটাও তদারকি করা হবে।

স্বাস্থ্য খাতের বড় চ্যালেঞ্জ কী জানতে চাইলে ডা. সামন্ত লাল সেন বলেন, ক্যান্সারসহ অধিকাংশ প্রাণঘাতী রোগে আক্রান্তরা একদম শেষ সময়ে চিকিৎসা নিতে আসেন। এতে সময়মতো চিকিৎসা না পাওয়ায় মৃত্যুহার বাড়ছে।

সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি এবং অবহেলা সহ্য করবেন না মন্তব্য করে মন্ত্রী জানান, কর্মস্থলে না পেয়ে সিলেটে কয়েকজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য না দিতে নোটিশ জারি করেন পরিচালক। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি ওনাকে (ঢামেক পরিচালক) স্পষ্ট বলে দিয়েছি, সাংবাদিকদের সঙ্গে যেন কোনোরকম বৈষম্য বা বিবাদ না হয়। সাংবাদিকদের তাদের মতো কাজ করতে বলেন।’

আরও পড়ুন

×