পি কে হালদারসহ ১৯ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি

পি কে হালদার। ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১০ জুন ২০২৪ | ২১:৩৮
৭১ কোটি ৮২ লাখ টাকা আত্মসাতের মামলায় প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ ছাড়া ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করা হয়েছে।
ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক আস-সামছ জগলুল হোসেন সোমবার অভিযোগ আমলে নেন। সেই সঙ্গে পলাতক ১৯ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
কারাগারে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাশেদুল হক, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবেদ হাসান ও ব্যবস্থাপক রাফসান রিয়াদ চৌধুরীকে গতকাল আদালতে হাজির করা হয়। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে অস্তিত্বহীন প্রতিষ্ঠান অ্যানন কেমিক্যাল লিমিটেডের নামে ৭১ কোটি ৮২ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন। পরবর্তীকালে বিভিন্নভাবে ওই অর্থ একাধিক কোম্পানি ও ব্যক্তির হিসাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে অবস্থান গোপন করে পাচার করেন। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান গত ২৯ এপ্রিল চার্জশিট আদালতে দাখিল করেন। এর আগে ২০২১ সালের ২৪ জানুয়ারি পি কে হালদারসহ অন্যদের বিরুদ্ধে দুদকের প্রধান কার্যালয়ে মামলা করা হয়।
২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পি কে হালদার এবং তার ৮৫ সহযোগীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৫২টি মামলা দায়ের করে দুদক। ইতোমধ্যে অবৈধ সম্পদ অর্জনের এক মামলায় ২২ বছরের কারাদণ্ড হয়েছে পি কে হালদারের। ২০২২ সালের ১৪ মে ভারতে আটক হওয়ার পর সেখানে কারাগারে আছেন পি কে হালদার।