ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুক্তিযুদ্ধের ইতিহাসে নিবিড়ভাবে যুক্ত ভারতে ভূমিকা: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধের ইতিহাসে নিবিড়ভাবে যুক্ত ভারতে ভূমিকা: মুক্তিযুদ্ধমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তব্যকালে মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৪ | ২০:১৮

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, ভারতের গৌরবোজ্জ্বল ভূমিকা মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। শুধু সীমান্তে, শরণার্থী শিবিরে বা রণাঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গন ও আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভারত সরকার এবং ভারতীয় জনগণের ভূমিকা ও অবদান আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের পাতায় নানাভাবে জড়িয়ে রয়েছে। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের নির্বাচন এবং বাংলাদেশ ও উন্নয়নশীল দেশসমূহের গণতান্ত্রিক ব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এসব কথা বলেন। 

সচেতন নাগরিক কমিটি আয়োজিত সভায় মন্ত্রী আরও বলেন, ভারত পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ও জনবহুল দেশ। এত বড় ভূখণ্ড, এত প্রদেশ, এত রকমের ধর্ম-বর্ণ-ভাষাভাষীদের নিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা দেশ যে, তাদের গণতান্ত্রিক যাত্রা ধরে রাখতে পেরেছে, তার কৃতিত্ব ভারতের প্রথিতযশা রাজনীতিবিদ ও সাধারণ ভোটারদের।

সংগঠনের আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের সভাপতি ড. ফজলে আলী, সাধারণ সম্পাদক মমতাজ চৌধুরী, বিএফইউজের সভাপতি ওমর ফারুক, ডিইউজের মানিক লাল ঘোষ, নারী নেত্রী জেসমিন প্রেমা প্রমুখ।

আরও পড়ুন

×