ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

বিমানবন্দরে হাজীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৪ | ১৮:৫৭ | আপডেট: ২১ জুন ২০২৪ | ১৯:৪২

পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে ৪১৯ হাজি দেশে ফিরেছেন। সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে গত বৃহস্পতিবার তাদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি (বিজি-৩৩২) ফ্লাইট। শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, গতকাল বিমানের ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে; যা আগামী ২২ জুলাই পর্যন্ত চলবে। এ বছর প্রি-হজ বিমানের ১০৭টি ফ্লাইটে ৪০ হাজার ৮৬৭ হজযাত্রীকে পরিবহন করা হয়। আর পোস্ট-হজ বিমানের ১২৫টি ফ্লাইটের মাধ্যমে হাজিদের বহন করা হবে।

বিমানের কর্মকর্তারা জানান, মদিনা থেকে ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে মদিনা-চট্টগ্রামে ৯টি ও মদিনা-সিলেট পাঁচটি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া জেদ্দা থেকে ৯১টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর মধ্যে জেদ্দা-চট্টগ্রাম-ঢাকা ১২টি এবং জেদ্দা-সিলেট-ঢাকা পাঁচটি।

এ বছর বাংলাদেশ থেকে ৮৫ হাজারের বেশি মানুষ হজ পালনে সৌদি আরবে গিয়েছিলেন। এ পর্যন্ত ৩১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ছয়জন নারী।

আরও পড়ুন

×