জ্বালানি প্রতিমন্ত্রীর অভিযোগ
পেট্রোল পাম্প নিয়মিত পরিদর্শন হয় না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৪ | ২২:১৮
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অটোমেশন কার্যক্রম অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করতে হবে। দেশীয় জ্বালানির উৎপাদন ও অনুসন্ধান বাড়াতে আরও জোড়ালোভাবে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী বৃহস্পতিবার ভার্চুয়ালি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ২০২৩-২৪ অর্থবছরের প্রকল্পগুলোর বাস্তবায়ন ও অগ্রগতির পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশের ২ হাজার ২০০ পেট্রোলপাম্প নিয়মিত পরিদর্শন করা হয় না। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত হচ্ছে। তেলের অপচয় ও নিরাপদ পরিবহন নিশ্চিত করতে তেল পরিবহনের গাড়িগুলোকে নিয়মিত অডিট করা উচিত। তেল ও গ্যাস অনুসন্ধান কাজ কাঙ্ক্ষিত পর্যায়ে থাকলেও আরও দ্রুততার সঙ্গে বেশি অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করা উচিত। প্রয়োজনে আরও রিগ কেনা বা ভাড়া নেওয়ার উদ্যোগ নেওয়া যেতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাস পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এডিপি বাস্তবায়নের হার ছিল ৯২.৪৫ শতাংশ।
এ সময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জ্বালানি সচিব মো. নূরুল আলম, পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ প্রমুখ।
বৃহস্পতিবার বার্ষিক কর্ম সম্পাদন (এপিএ) সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন নসরুল হামিদ। বিদ্যুৎ ভবনের বিজয় হলে এ চুক্তি সাক্ষর হয়। এতে ১৬টি দপ্তর, সংস্থা এবং কোম্পানির সঙ্গে এপিএ স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়ির সচিব মো. হাবিবুর রহমান।
- বিষয় :
- জ্বালানি তেল
- নসরুল হামিদ