ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এমপি আজীম হত্যা

শাহীন ঘিরেই মামলার তদন্ত

শাহীন ঘিরেই মামলার  তদন্ত

আনোয়ারুল আজীম

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ০০:৫৭

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের হোতা আক্তারুজ্জামান শাহীনকে যুক্তরাষ্ট্র থেকে ফেরাতে কাজ করছে পুলিশ। তাকে না পেলে মামলার তদন্ত অগ্রগতি নিয়ে কিছুই বলতে পারছেন না তদন্ত-সংশ্লিষ্টরা। শাহীনকে গ্রেপ্তারে যুক্তরাষ্ট্র দূতাবাসে কথা বলেছে গোয়েন্দা পুলিশ। তাকে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতাও চাওয়া হয়েছে।

তদন্ত-সংশ্লিষ্টরা বলছেন, ভারতের কাছে শাহীন ‘মোস্ট ওয়ানটেড’। দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দিবিনিময় চুক্তি আছে। তারাও তাকে ফেরানোর চেষ্টা করছে। শাহীনকে গ্রেপ্তার করা না গেলে হত্যার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তাকে ঘিরেই মামলার তদন্ত চলছে।

শাহীনের বিষয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ জানান, যেহেতু যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বন্দি বিনিময় চুক্তি আছে, সেহেতু ভারতীয় পুলিশকে বলেছি, যেন শাহীনকে ফিরিয়ে আনা হয়। পুলিশ সদরদপ্তরের ন্যাশনাল সেন্টার ব্যুরোর (এনসিবি) মাধ্যমে আমরা ইন্টারপোলকে চিঠি দিয়েছি। 
আজীম হত্যার ঘটনায় সর্বশেষ গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী সাজী ডিবির কাছে ছয় দিনের রিমান্ডে আছেন। আজীম অপহরণ মামলার তদন্ত কর্মকর্তা ডিবি ওয়ারী বিভাগের সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মুহূর্তে নতুন করে বলার কিছু নেই। তবে তদন্ত-সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা বলেন, শাহীনকে ছাড়া তদন্ত কার্যক্রম আর অগ্রসর হচ্ছে না।

পুলিশের এনসিবির এআইজি আলী হায়দার চৌধুরী বলেন, শাহীনকে ফেরাতে যুক্তরাষ্ট্রের এনসিবির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এখনও এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি নেই।

আরও পড়ুন

×