মাদক উদ্ধারে ‘দেশসেরা’ মান্নান সিলেটে এসপি হিসেবে বদলি

আব্দুল মান্নান। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুন ২০২৪ | ২৩:০৩ | আপডেট: ৩০ জুন ২০২৪ | ২৩:০৪
সিলেটের নতুন পুলিশ সুপার (এসপি) হলেন আব্দুল মান্নান। তিনি কুমিল্লা জেলার এসপি ছিলেন। এর আগে মান্নান ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগে সুনামের সঙ্গে কাজ করেছেন।
গত ২৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে বদলি করা হয়। এই প্রজ্ঞাপনে আরও ১৩ জেলার এসপির রদবদল হয়। আব্দুল মান্নানের বাড়ি গাজীপুরে। তিনি কুমিল্লা জেলায় পুলিশ সুপার হিসেবে ২০২২ সালের ২২ আগস্ট যোগদান করেন।
গত বছর তার নেতৃত্বে কুমিল্লা জেলা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ ও মাদক উদ্ধারে সারাদেশের মধ্যে প্রথম স্থান লাভ করে। এ ছাড়া একই বছর অস্ত্র উদ্ধারে দ্বিতীয় স্থান লাভ করেন কুমিল্লা জেলা। এই চৌকস কর্মকর্তার বদলিতে কুমিল্লার সাধারণ মানুষ হতাশ হয়েছেন। প্রতিদিন সাধারণ মানুষের সমস্যার কথা শুনতেন তিনি। এ জন্য অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি।
আব্দুল মান্নান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন চৌকস কর্মকর্তা। গত ২০১৬ ও ২০১৭ সালে দেশে জঙ্গি দমনে প্রশংসনীয় ভূমিকা রাখেন মান্নান।
- বিষয় :
- পুলিশ
- এসপি
- পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
- ডিএমপি