গিনেস বুকে নাম লেখালেন ঢাবি শিক্ষার্থী অংকন

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জুলাই ২০২৪ | ২১:৫২
এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে এবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ‘দি মোষ্ট ফুটবল (সকার) টো ট্যাপস ইন ওয়ান মিনিট’ শাখায় রেকর্ডটি ছিল চট্রগ্রামের আয়মান মোহম্মদের। এবার সে রেকর্ড নিজের করে নিলেন অংকন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তাদের ওয়েব সাইটে ইতিমধ্যে অংকনের তথ্য হালনাগাদ করেছে। গত সোমবার দুপুরে অংকন অফিসিয়ালি সার্টিফিকেট হাতে পেয়েছেন।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়ার খবর পাওয়ার পর কথা হয় অংকনের সঙ্গে। সমকালকে তিনি বলেন, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে পারায় আমি খুব খুশি। অনেক আগে রেকর্ড গড়লেও গতকাল সার্টিফিকেট হাতে পেয়েছি। রেকর্ড ভাঙার জন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়।’
অংকন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। নলছিটি প্রেস ক্লাব সভাপতি মো. এনায়েত করিম তার বাবা। অংকনকে নলছিটিবাসী ও তার সহপাঠীরা ফোনে ও সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।
নলছিটি সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম কবির বলেন, অংকন আমাদের প্রতিষ্ঠানের একজন মেধাবী ছাত্র ছিল। তার এ সাফল্যে আমরা গর্বিত। আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
- বিষয় :
- গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস