ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কর্মবিরতি চলমান

বিল সংগ্রহ বন্ধ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

বিল সংগ্রহ বন্ধ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা

রোববার থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ ও বিতরণ সেবা বন্ধ করে দিয়েছে কর্মীরা। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৪ | ২২:০৮

অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চাকরি নিয়মিতকরণের দফা দাবিতে কর্মবিরতি পালন করছে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কর্মীরা। ১ জুলাই শুরু হওয়া কর্মসূচীর ৭ম দিন রোববার থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ ও বিতরণ সেবা বন্ধ করে দিয়েছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রোববার সকালে মিটার রিডাররা তাদের রিডিং বই মহাব্যস্থাপকদের কাছে জমা দিয়েছেন। তারা গ্রাহকের রিডিং গ্রহণ ও বিল বিতরণ করবেন না বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের দাবি, যেহেতু পল্লী বিদ্যুতায়ন বোর্ড-আরইবির কারণে আজকের এই অচলাবস্থা তাই গ্রাহকের বিদ্যুৎ বিল সংক্রান্ত সব দায়ভার আরইবিকেই বহন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আন্দোলনে অংশ নিতে বাধা প্রদান করায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র মহাব্যবস্থাপক মো. ইছাহাক আলী এর কুশপুত্তুলিকা পোড়ানো হয়। সরকারের পক্ষে কোন আশ্বাস না পাওয়ায় সোমবারও কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

কর্মবিরতিতে অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা জানিয়েছেন, দু-একদিনের মধ্যে ভালো কিছু দেখতে না পেলে অফিসের দেওয়া মোবাইল সিম জমা দেওয়াসহ গণ ছুটির মতো আরও কঠোর কর্মসূচিতে যাবে কর্মকর্তা-কর্মচারীরা।

আরও পড়ুন

×