ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

অদক্ষ কর্মীর জন্য এখনই খুলছে না ওমানের শ্রমবাজার

অদক্ষ কর্মীর জন্য এখনই খুলছে না ওমানের শ্রমবাজার

প্রবাসীকল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪ | ২২:০৮

অদক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার এখনই খুলছে না। দেশটি ১২ ক্যাটাগরিতে দক্ষ কর্মীদের শিগগির ভিসা দেওয়া শুরু করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বালুশী। এ সময় প্রবাসীকল্যাণ সচিব রুহুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

গত বছরের ৩১ অক্টোবর বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে ওমান। কী কারণে এ সিদ্ধান্ত তারা নিয়েছিল, তা আনুষ্ঠানিকভাবে কখনও জানায়নি। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র সে সময়ে জানিয়েছিল, আট লাখের বেশি বাংলাদেশি ওমানে রয়েছে। হাজার হাজার কর্মী দেশটিতে গিয়ে কাজ পাননি। তাই ভিসা বন্ধ করা হয়। 

প্রতিমন্ত্রী ওমান সফরের পর মধ্যপ্রাচ্যের এ দেশটির ঢাকা দূতাবাস জানিয়েছিল, সাধারণ কর্মীদের নয়, নির্দিষ্ট ৮ ক্যাটাগরিতে বাংলাদেশিদের ভিসা দেওয়া হবে। আজ বৈঠকের পর প্রতিমন্ত্রী জানান, ওমান সরকার চিকিৎসক, প্রকৌশলী, নার্স, শিক্ষকসহ ১২ ক্যাটাগরিতে শ্রমবাজার উন্মুক্ত করেছে। দেশটিতে অবৈধ হয়ে পড়া ৯৬ হাজার বাংলাদেশি অভিবাসীকে বৈধতা দেওয়া হবে। অবৈধ অভিবাসীদের জরিমানা মওকুফের আবেদনও বিবেচনা করছে ওমান। 

প্রতিমন্ত্রী আরও বলেন, এখন দক্ষ জনবল ভিসা পেলেও, অদক্ষদের বিষয়ে দুই দেশের ওয়ার্কিং কমিটিতে প্রস্তাব করা হবে। ওমানের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে একটি বিশেষায়িত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) করার আলোচনা হয়েছে। 

রাষ্ট্রদূত বলেছেন, শ্রমবাজার খুলে দেওয়ার ধারবাহিক আলোচনার হিসেবে মঙ্গলবার বৈঠক হয়েছে। খুব শিগগির ১২ ক্যাটাগরিতে দক্ষ কর্মীদের ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে।

আরও পড়ুন

×